
মো: সোহেল রানা,টাঙ্গাইল | বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” স্লোগানে টাঙ্গাইলে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক/বালিকা)-২০২৪ শুরু হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) সকালে টাঙ্গাইল শহিদ মারুফ স্টেডিয়ামে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এই উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। উদ্ভোধনী অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা শিক্ষা অফিসার মো: সাহাব উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সঞ্জয় কুমার মহন্ত, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও সাবেক ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাডঃ আলী ইমাম তপন ও টাঙ্গাইল জেলা ক্রীড়া অফিসার মোঃ আফাজ উদ্দিন। এছাড়াও আর উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ক্রিকেট কোচ আরাফাত রহমান, ক্রীড়া সংগঠক শাহ আজিজ তালুকদার বাপ্পিসহ ক্রীড়াঙ্গনের ক্রীড়া সংগঠক, খেলোয়ার, জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ও অভিভাবক বৃন্দ। উক্ত টুর্নামেন্টে বিজয়ীদের মধ্যে আগামী ২০ জানুয়ারি পুরস্কার বিতরণ করা হবে।
Posted ১০:৫২ অপরাহ্ণ | বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।