অনলাইন ডেস্ক | মঙ্গলবার, ০৮ ডিসেম্বর ২০২০ | পড়া হয়েছে 381 বার
টাঙ্গাইলের ঘারিন্দায় ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হচ্ছেন- রাজশাহীর রাজশাহী গোদাগাড়ি এলাকার মো. তোফাজ্জল হোসেনের ছেলে ট্রাকচালক মো. বুলবুল মিয়া, শ্রমিক বাবুল মিয়া (৩২), সোবাহান (৩৪), নজরুল ইসলাম (৩৫), রিয়াদ মিয়া (৩০)।
মো. রেজাউল করিম জানান, ঢাকাগামী সবজি ভর্তি ট্রাক ও উত্তরবঙ্গমুখী প্রেসের মেশিন বহনকারী পিকআপ ঘারিন্দা এলাকায় পৌঁছালে ঘন কুয়াশার কারণে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত হন। আহত ৩ জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পথে আরো ১ জন মারা যান। আহত ২ জনকে টাঙ্গাইল জেনারেল ভর্তি করা হয়েছে। নিহত বেশিরভাগই শ্রমিক।
বাংলাদেশ সময়: ১:১৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৮ ডিসেম্বর ২০২০
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel