যুবরাজ মিয়া,বিশেষ প্রতিনিধি(টাংগাইল): | রবিবার, ০৩ অক্টোবর ২০২১ | প্রিন্ট
টাংগাইল জেলার মির্জাপুরে এক কিশোরিকে ধর্ষণ ও পাশবিক নির্যাতনের মাধ্যমে নৃশংসভাবে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মির্জাপুর থানা পুলিশ শনিবার দুপুর ১২ টার দিকে ঘটনাস্থলে গিয়ে নিহত কিশোরির লাশ উদ্ধার করে।এসময় নিহতের গায়ে বিভিন্ন আঘাত ও নির্যাতনের চিহ্ন পাওয়া যায়।নিহতের কোন পরিচয় পাওয়া যায়নি। এলাকাবসীর ভাষ্যমতে ,গোড়াই পালপাড়ার নিকটবর্তী খোলা জায়গায় স্থানীয় কয়েকজন মরদেহটি পরে থাকতে দেখে থানায় খবর দেয়।খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।এসময় তারা লাশটির গায়ে বিভিন্ন আঘাত ও নির্যাতনের চিহ্ন দেখতে পায়।পুলিশ প্রাথমিকভাবে ধারনা করছে কিশোরিটিকে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করে হত্যা করা হয়েছে। মির্জাপুর থানার পরিদর্শক(তদন্ত )মো.গিয়াস উদ্দিন জানান,উদ্ধারকৃত কিশোরীর ডটমরদেহটির সুরতহাল করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য লাশটি শেখ হাসিনা মেডিকেল কলেজ,টাংগাইলে পাঠানো হয়েছে।এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে বলে তিনি জানান। ঘটনার খবর পেয়ে টাংগাইল জেলার অতিরিক্ত পুলিশ সুপার শরিফ উদ্দিন,সহকারী পুলিশ সুপার(মির্জাপুর সার্কেল) এস.এম.মুসা ও মির্জাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ জিয়াউল হক দিপু ঘটনাস্থল পরিদর্শন করেন।পরিদর্শন শেষে দায়িত্বরত তদন্ত কর্মকর্তাকে ঘটনার সুষ্ঠ তদন্ত ও দোষীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ প্রদান করেন। অপরদিকে এ ঘটনায় স্থানীয় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে।স্থানীয় লোকদের সাথে এ বিষয়ে কথা বললে তারা জানান,আমরা নিহত এই কিশোরির এমন পৈশাচিক হত্যাকাণ্ডের সাথে জড়িত দোষীদের গ্রফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানাচ্ছি।
Posted ১২:৫৮ অপরাহ্ণ | রবিবার, ০৩ অক্টোবর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।