টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : | বৃহস্পতিবার, ০১ ডিসেম্বর ২০২২ | পড়া হয়েছে 72 বার
গাজীপুরে টঙ্গীর তুরাগ নদীর তীরে শুরু হয়েছে ৫ দিনব্যাপী জোর ইজতেমা। পরম করুণাময়ের সন্তুষ্টি লাভের আশায় হাজারো ধর্মপ্রাণ মুসল্লিএই জোর ইজতেমায় উপস্থিত হয়েছেন।
বৃহস্পতিবার ফজরের নামাজের পর বয়ান ও আলোচনার মধ্য দিয়ে শুরু হয় এই জোর ইজতেমা। মূল ইজতেমার পূর্ব প্রস্তুতিমূলক সভা হিসেবে পরিচিত এ জোর ইজতেমায় এক থেকে তিন চিল্লা সমাপ্তকারি মুসল্লিরাই অংশ নিয়ে থাকেন।
জোর ইজতেমার মোনাজাত শেষে বিভিন্ন কাফেলায় ভাগ হয়ে তারা দেশ বিদেশে দ্বীনের দাওয়াত দিতে বেড়িয়ে যাবেন। পরে ফিরে এসে মূল ইজতেমায় যোগ দিবেন মুসল্লিরা। জোর ইজতেমায় আগত মুসল্লিদের জন্য পুলিশের পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ৪:৪৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০১ ডিসেম্বর ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel