সুজন সারোয়ার, টঙ্গী: | শনিবার, ১২ আগস্ট ২০২৩ | প্রিন্ট
গাজীপুরের টঙ্গীর পাগাড় এলাকায় চালিয়ে ৫শ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাহুল (২৫) নামে একজন মাদক কারবারিকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা দক্ষিণ বিভাগ ডিবি পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে জিএমপি পুলিশ কমিশনারের দিক নির্দেশনায় মহানগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার এর তত্ত্বাবধানে একটি টিম টঙ্গী পূর্ব থানাধীন পাগারস্থ ফকির মার্কেট এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত আসামিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক কারবারি রাহুল গাজীপুর জেলার টঙ্গী পূর্ব থানাধীন কেরানীটেক বস্তির আব্দুল কাইয়ূম এর ছেলে।সে দীর্ঘদিন যাবত কেরানীটেক এলাকায় বসবাস করে ইয়াবা কেনাবেচা করতেন।
প্রেস বিজ্ঞপ্তিতে ডিবি পুলিশ জানান, বৃহস্পতিবার গভীর রাতে আমরা গোপন সংবাদে ভিত্তিতে জানতে পারি টঙ্গীর পাগারস্থ ফকির মার্কেট এলাকায় মাদক কারবারি রাহুল ইয়াবা কেনাবেচা করছে। এমন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দ ডিবি পুলিশ সেখানে অভিযান চালিয়ে ৫শ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাহুলকে গ্রেফতার করে। আসামীর রাহুল এর বিরুদ্ধে একাধিক মাদকের মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। আসামির বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় মামলা প্রক্রিয়াধীন।
Posted ১০:৪৯ পূর্বাহ্ণ | শনিবার, ১২ আগস্ট ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।