সুজন সারোয়ার, স্টাফ রিপোর্টার, টঙ্গী: | মঙ্গলবার, ১৬ মে ২০২৩ | প্রিন্ট
টঙ্গীতে ২৭ কেজি গাঁজাসহ মোসাঃ মনি নাছরিন (৪৩)নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানার পুলিশ। সোমবার রাতে টঙ্গীর আমতলী হিমারদীঘি সাঈদ টাওয়ার এর ৬ষ্ট তলা বিল্ডিং এর ২য় তলার পশ্চিম পাশের একটি কক্ষে ওসির নির্দেশে এসআই সাব্বির অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মনি নাছরিন গাজীপুর জেলার টঙ্গী পূর্ব থানা এলাকার আমতলী শাহজালাল মিয়ার স্ত্রী। তিনি দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত।
পুলিশ জানায়, আসামী মাদক কারবারি মনি নাছরিন তার স্বামী শাহজালাল (৪৮)এর সহযোগিতায় দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া এলাকা হতে পাইকারী মূল্যে গাঁজা ক্রয় করে টঙ্গীসহ আশপাশ এলাকার বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে। পলাতক আসামী শাহজালাল এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন আদালতে বিচারাধীন আছে।
টঙ্গী পূর্ব থানার ওসি আশরাফুল ইসলাম জানায়, মাদক কারবারি নাছরিন এর বিরুদ্ধে মামলা রুজু শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামীকে গ্রেফতারের প্রক্রিয়া চলছে।
Posted ১১:৩২ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ মে ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।