টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : | বুধবার, ০৮ মার্চ ২০২৩ | প্রিন্ট
শিল্প নগরী টঙ্গীর বিভিন্ন এলাকায় দীর্ঘদিনের পানি সংকট নিরসন করার লক্ষে ২২টি পানির পাম্পের কার্যক্রম উদ্বোধন করেন গাজীপুর সিটি কর্পোশেনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ। বুধবার দিনব্যাপী টঙ্গীর বিভিন্ন ওয়ার্ডে এসব পানির পাম্প উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।
যেসব এলাকায় পানির পাম্প ও পাম্প হাউজ উদ্বোধন করা হয়, টঙ্গী বাজার কাচারি রোড, শেরে বাংলা রোড, গাজী বাড়ী পুকুর পাড়, পূর্ব আরিচপুর গাজী বাড়ি, পাগাড় পাঠান পাড়া, পাগার ফকির মার্কেট, পাগার বাগদাদিয়া, ছালামের আটার কল, আলেরটেক, গোপালপুর পশ্চিমপাড়া, মরকুন মধ্যপাড়া, শিলমুন পশ্চিমপাড়া, নোয়াগাঁও, শাহাজ উদ্দিন সরকার স্কুল রোড, দত্তপাড়া কাজিম ভিলা, বনমালা রেলগেটের পাশে ও বড় দেওড়া মিত্রিবাড়ী।
উদ্বোধন অনুষ্ঠানে ৫৬নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক বিল্লাল হোসেন, মহানগর আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ জয়নাল আবেদিন, টঙ্গী থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি ফজলুল হক, শ্রমিকলীগ নেতা আঃ রহিম, যুবলীগ নেতা খোরশেদ আলম, ওয়ার্ড ছাত্রলীগের সাধারন সম্পাদক আব্দুর রহমান পিংকুসহ আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
Posted ৮:৪১ অপরাহ্ণ | বুধবার, ০৮ মার্চ ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।