সুজন সারোয়ার, স্টাফ রিপোর্টার, টঙ্গী: | বৃহস্পতিবার, ০৩ আগস্ট ২০২৩ | প্রিন্ট
গাজীপুরের টঙ্গী পূর্ব থানার পুলিশ অভিযান চালিয়ে স্মৃতি বেগম (৩২) নামে এক নারী মাদক কারবারিকে ২৫০ পুরিয়া (২০ গ্রাম) হেরোইনসহ গ্রেফতার করেছে। বুধবার রাতে টঙ্গীর এরশাদনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নারী মাদক কারবারি স্মৃতি টঙ্গীর এরশাদনগর ৩নং ব্লকের লালু মিয়ার স্ত্রী। সে দেশের বিভিন্ন প্রান্ত হতে মাদক সংগ্রহ করে টঙ্গীর বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানার পুলিশ এরশাদনগর এলাকার ৩নং ব্লকে অভিযান চালিয়ে ওই মাদক কারবারি স্মৃতিকে গ্রেফতার করে। পরে তার হেফাজত থেকে ২৫০ পুরিয়া হেরোইন উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।
এবিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মো. আশরাফুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মামলা রুজু শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
Posted ১০:১০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ আগস্ট ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।