সানাউল্লাহ স্বপন (গাজীপুর) | মঙ্গলবার, ০১ জুন ২০২১ | প্রিন্ট
গাজীপুরের টঙ্গী হাজী মাজার বস্তি এলাকায় র্যাব-১ সঙ্গে বন্দুকযুদ্ধে অস্ত্রধারী শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। সোমবার (৩১ মে) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে নিহতের ঘটনা ঘটে। নিহত মাদক ব্যবসায়ী, গাজীপুর জেলার পুবাইল বিন্দান এলাকার তোতা মিয়ার ছেলে রোকন মিয়া (৩২)। ঘটনাস্থল থেকে একটি দেশিও পিস্তল ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আনম ইমরান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর মাজার বস্তি এলাকায় অভিযান পরিচালনার সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি ছুড়লে সাথে র্যাবের গোলাগুলিতে শীর্ষ মাদক ব্যবসায়ী রোকন মিয়া ঘটনাস্থলে নিহত হয়। এ সময় বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি ও ইয়াবা উদ্ধার করে র্যাব। নিহতের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। লাশ উদ্ধার করে টঙ্গী পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
Posted ১:৪৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ০১ জুন ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।