সুজন সারোয়ার, স্টাফ রিপোর্টার, টঙ্গী: | শুক্রবার, ০৪ আগস্ট ২০২৩ | প্রিন্ট
গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার পুলিশ অভিযান চালিয়ে রুবেল দাস (২৪)নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়। ৪ আগস্ট শুক্রবার দুপুরে আসামির বিরুদ্ধে মামলা রুজু শেষে বিজ্ঞ আদালতে পাঠায় পুলিশ।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদে ভিত্তিতে টঙ্গী পশ্চিম থানাধীন গুটিয়া নর্থ টাউন আবাসিক প্রকল্পে মেইন গেইটের উত্তর পাশের রাস্তায় পুলিশ অভিযান চালিয়ে রুবেল দাসকে গ্রেফতার করে। পরে তার হেফাজত থেকে ৫শ গ্রাম গাঁজা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা। সে দেশের বিভিন্ন প্রান্ত হতে মাদক সংগ্রহ করে টঙ্গীর বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা দায়ের শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাপর জড়িত আসামীকে গ্রেফতার অভিযান অব্যাহত আছে।
Posted ৯:২১ অপরাহ্ণ | শুক্রবার, ০৪ আগস্ট ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।