সুজন সারোয়ার, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : | সোমবার, ২০ নভেম্বর ২০২৩ | প্রিন্ট
টঙ্গীর নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার রাতে এ উঠান বৈঠকের আয়োজন করেন ৪৬নং ওয়ার্ড আওয়ামী লীগের ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রক্তব্য রাখেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, এমপি।
৪৬নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক বজলুর রশিদের সভাপতিত্বে ও ওয়ার্ড কাউন্সিলর নুরুল ইসলাম নুরু সার্বিক তত্বাবধনে উঠান বৈঠকে আরো উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, টঙ্গী থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, টঙ্গী আঞ্চলিক শ্রমিক লীগের সভাপতি মতিউর রহমান বিকম, টঙ্গী পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলাউদ্দিন মিয়া, টঙ্গী সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম ও টঙ্গী পূর্ব থানা ছাত্রলীগের আহ্বায়ক শাহজাদা সেলিম লিটন প্রমুখ।
উঠান বৈঠকে প্রতিমন্ত্রী বলেন, আমার নির্বাচনী এলাকার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে বহুতল ভবন নির্মাণ করেছি। বেশীর ভাগ মাদরাসা ও মসজিদর উন্নয়ন করেছি। শত ব্যস্ততার মাঝেও সবসময় জনগনের পাশে থেকেছি। এসময় উপস্থিত জনগণ আগামী নির্বাচনে নৌকার পাশে থাকার প্রত্যায় ব্যক্ত করেন।
Posted ১১:৪১ অপরাহ্ণ | সোমবার, ২০ নভেম্বর ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।