জাফিরুল ইসলাম ঝিনাইদহ প্রতিনিধি | শনিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২১ | পড়া হয়েছে 322 বার
ঝিনাইদহ ডায়াবেটিক হাসপাতাল লেজার মেশিনের সাহায্যে অপারেশন শুরু
ঝিনাইদহ ডায়াবেটিক হাসপাতাল অত্যাধুনিক লেজার মেশিনের মাধ্যমে অপারেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় লেজার মেশিন দিয়ে পাইলস অপারেশন এর মধ্য দিয়ে অপারেশন কার্যক্রম পরিচালনা করেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ সার্জন ডাক্তার এ এস এম তানজিলুর রহমান। হাসপাতালে প্রশাসনিক কর্মকর্তা শামিম ইসলাম গণমাধ্যমকর্মীদের জানান এখন থেকে ২৪ ঘন্টা হাসপাতাল খোলা থাকবে এবং সমস্ত রোগের চিকিৎসা ও অপারেশন করা হবে। তিনি বলেন কোন ধরনের কাটাছেঁড়া বাদেই ল্যাপারোস্কপি মেশিনের মাধ্যমে রোগীদের অপারেশন করার সুবিধা থাকবে। যা এই অঞ্চলের রোগীদের জন্য সু’খবর বটে। তিনি আরো জানান উন্নত প্রযুক্তির মেশিনপত্র ও অভিজ্ঞ ডাক্তার নিয়োগ করে হাসপাতাল ২৪ ঘন্টার সেবা চালু রাখা হয়েছে। প্রথমদিনের অপারেশনে ডায়াবেটিক সমিতির সভাপতি মীর নাছির উদ্দিননির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ৩:৪৮ অপরাহ্ণ | শনিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel