ঝিনাইদহ সদর উপজেলার গান্না বাজার সংলগ্ন। রাস্তায় কাজ করতে যাওয়া শ্রমিক বোঝায় আলমসাদু মুখোমুখি সংঘর্ষ হয়ে ফজলু মোল্লা নামে এক ব্যক্তি নিহত, আহত হয়েছে ৬ জন। আহতরা হোলেন নজু, নরনবী, জিলু, রহিজুল, সাইদুল আহতদের স্হানীয় লোকজনের সহায়তাই কোটচাঁদপুর হাসপাতালে ভর্তি করেন এর নজরুল অবস্থা খারাপ হওয়ায় তাকে যশোর সদর হাসপাতালে রেফার করা হয় ।মৃত আহত ব্যক্তি সবার বাড়ি কোটচাঁদপুর উপজেলার তালসার গ্রামে। ঘটনা স্হলের নিকটস্থ পুলিশ ক্যাম্প বেতায়চন্ডিপুর এর এ এস আই মোঃশফিয়ার রহমান জুয়েল জানান সকাল ৭ টা ৪০ মিনিটে সংবাদ পেয়ে ঘটনা স্হালে সঙ্গিও ফোর্সনিয়ে উপস্হিত হই।পুলিশের ঘটনা স্হলে পৌছানোর আগেই ঘাতক বাসটি স্হান ত্যাগ করে পালিয়ে যান।কালিগন্জ ফায়ার সার্ভিস ঘটনা স্হালে আসেন খবর পেয়ে। পুলিশ জানান আমরা ফায়ার সার্ভিসের নিকট থেকে গ্রহণ করে লাশ ক্যাম্পে নিয়ে আসি।গাড়ি সনাক্ত করতে পেরেছেন কি জানতে চাইলে পুলিশ বলেন গাড়ি সনাক্তকরণ চলছে বলে টু আই সি সাহেব আমাদের কে জানান।এ বিষয়ে মামলার কোন প্রক্রিয়া আছে কি জানতে চাইলে বলেন পরে বলা যাবে।