মোঃ জাফিরুল ইসলাম ঝিনাইদহঃ | রবিবার, ০৪ এপ্রিল ২০২১ | প্রিন্ট
ঝিনাইদহ সদর উপজেলার ভেটেরিনারী কলেজের সামনে থেকে ২০ কেজি গাঁজাসহ মহসীন হোসেন (২২) নামের একজনকে আটক করেছে
গোয়েন্দা পুলিশ এবং মাদক বহনকারী পিকআপ ভ্যান জব্দ করেছে । শনিবার সকালে তাকে আটক করা হয়, আটককৃত মহসীন ফরিদপুরের ভাঙ্গা
উপজেলার হামিরদি গ্রামের হারুন মাতব্বর’র ছেলে । গত ০৩ এপ্রিল ২০২১ ইং, ঝিনাইদহ ডিবি পুলিশের ওসি আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে জীবননগর থেকে ফরিদপুরে মাদক পাচার হচ্ছে।
এসময় সংবাদের ভিত্তিতে আনোয়ার হোসেনের নেতৃত্বে ডিবি পুলিশের এসআই আবু জার গিফারী, মাহফুজ হোসেন, এস এস আই প্রশান্ত কুমার ভেটেরিনারী কলেজের সামনে চেকপোস্ট বসায় । এসময় সন্দেহ হলে একটি পিকআপ ভ্যানের গতিরোধ করলে গাড়ি ফেলে ২ জন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় ধাওয়া করে মহসীন হোসেন নামের একজনকে আটক করা হয়। পরে গাড়ী তল্লাসী করে উদ্ধার করা ২০ কেজি গাজা। জব্দ করা হয় মাদক বহনকারী পিকআপ ভ্যানটি ।
Posted ২:৫১ অপরাহ্ণ | রবিবার, ০৪ এপ্রিল ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।