এ কে এম আজাদ, হরিণাকুন্ডু প্রতিনিধি | সোমবার, ২২ নভেম্বর ২০২১ | প্রিন্ট
প্রতিটি শিশুর মুখে হাসি থাকুক, নিশ্চিত হোক প্রতিটি শিশুর অধিকার- বিশ্ব শিশু দিবস ২০২১-এ এটাই হোক আমাদের প্রতিজ্ঞা। আজ বিশ্ব শিশু দিবস উপলক্ষে ঝিনাইদহ জেলার সবচেয়ে জনপ্রিয় মানবিক সংগঠন হেব্বি গ্রুপ ফাউন্ডেশন পরিবারের পক্ষ থেকে ঝিনাইদহের সুরাট ইউনিয়নের কল্যান পুরে অবস্থিত ঝিনাইদহ এক্স ক্যাডেট স্টুডেন্টদের দ্বারা পরিচালিত গ্রামের সুবিধা বঞ্চিত নিয়ে গঠিত স্কুল ” সিটিজেন স্কুল” এর কোমলমতি শিক্ষার্থী মাঝে ফ্রী মেডিক্যাল চেকাপ ও পরে সকল কে কেক, বেলুন, বিভিন্ন প্রকার মজাদার সুস্বাদু চকলেট ও বিস্কুট উপহার দেওয়া হয়েছে। অনুষ্ঠানের শুরুতে হেব্বি গ্রুপ ফাউন্ডেশন পরিবারের সন্মানিত উপদেষ্টা ডাক্তার একেএম আাজাদ এর মাধ্যমে ৮০ জন শিক্ষার্থী কে ফ্রী মেডিক্যাল চেকাপ এবং পরে একটি বিশ্ব শিশু দিবস এর কেক কাটার পর উক্ত স্কুলের বাচ্চাদের মাঝে বিভিন্ন প্রকার উপহার দিয়া হয়। উক্ত সময়ে উপস্থিত ছিলেন হেব্বি গ্রুপ ফাউন্ডেশন প্রধান নির্বাহী জাহান লিমন, যুগ্ম-সাধারণ সম্পাদক আবিদ হাসান শোভন, নারী বিষয়ক সম্পাদক মালেকা হেনা মায়া, হেব্বি গ্রুপ ফাউন্ডেশনের সদস্য ও উদ্যোক্তা মিনা জামান, শিক্ষিকা মোছাঃ বিউটি খাতুন, কোষাধ্যক্ষ অমিত কুমার সাহা সহ অনান্য সদস্য উপস্থিত ছিলেন। সবশেষে হেব্বি গ্রুপ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী জাহান লিমন তার বক্তৃতায় বলেন বেশ কয়দিন ধরে ঝিনাইদহ জেলায় ডায়রিয়া প্রকোপ দেখা দিয়েছে তাই সকলকে সবসময় খাবার খাওয়ার আগে নিয়মিত সাবান দিয়ে হাত ধৌত করার অনুরোধ জানান।
Posted ১২:৩২ অপরাহ্ণ | সোমবার, ২২ নভেম্বর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।