মোঃ জাফিরুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধিঃ | বৃহস্পতিবার, ০১ এপ্রিল ২০২১ | পড়া হয়েছে 315 বার
ঝিনাইদহে প্রশিক্ষিত যুবক-যুবতীদের মাঝে সনদপত্র বিতরণ
ঝিনাইদহে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে মাসব্যাপী প্রশিক্ষণ গ্রহণ করা ১০০ যুবক-যুবতীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার সকালে যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয়ে মাসব্যাপী প্রশিক্ষণ শেষে যুবক-যুবতীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদ আহামেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মোশারফ হোসেন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলাম। সমাপনী অনুষ্ঠানের আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে মোবাইল সার্ভিসিং অ্যান্ড রিপেয়ারিং, ফ্রিল্যান্সিং, বিউটিফিকেশন ও পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ কোর্সে অংশ নেওয়া ১০০ যুবক-যুবতীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ৫:৪২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০১ এপ্রিল ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel