
জাফিরুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধি | বুধবার, ১০ ফেব্রুয়ারি ২০২১ | প্রিন্ট
ঝিনাইদহে একের পর এক কলাগাছের সাথে শত্রতা করে চলেছে দুবৃত্তরা। মঙ্গলবার মধ্যরাতে সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের কেচমত গড়িয়ালা গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগি কৃষক আশরাফুল ইসলাম অভিযোগ করে বলেন, ইতিপূর্বে প্রতিবেশি জাফরের সাথে ছাগলে ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে শত্রতার সৃষ্টি হয়। এরই জের ধরে প্রতিপক্ষরা আমার প্রায় অর্ধশত কলাগাছ রাতের আধারে কেটে সাবাড় করে দিয়েছে। তিনি আরও বলেন এতে করে আমি আর্থিকভাবে ক্ষতি গ্রস্থ হয়েছি। আমি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এ ঘটনার বিচার দাবি করছি।
এব্যাপারে সদর থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, এঘটনায় এখনও পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Posted ৬:১৭ অপরাহ্ণ | বুধবার, ১০ ফেব্রুয়ারি ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।