আকিমুল ইসলাম সাজু কোটচাঁদপুর, প্রতিনিধি | রবিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২২ | প্রিন্ট
কোটচাঁদপুর উপজেলার জালালপুর গ্রামে “নাপ্তির ভিটা”নামক মাঠে আবারও পানের বরজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মাত্র ১০ দিনের ব্যবধানে পাঁচবার আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে কেন বারবার পান চাষীদের স্বপ্ন পুড়ে ছাই হচ্ছে,জানা নেই পানচাষী সহ স্থানীয় মানুষের। আজ দুপুর ২ টা ৩০মিনিটে জালালপুর মাঠে ১৫ বিঘা পানের বরজে আগুন লাগে। দেখতে দেখতে চোখের পলকে মাত্র ১৫ মিনিটের ব্যবধানে স্থানীয় চাষীদের পানের বরজ পুড়ে ছাই। আগুন লাগার খবর ছড়িয়ে পড়ার পরে গ্রামের লোকজন ছুটে আসে মাঠে, তারা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য, কিন্তু আগুনের তাপ এবং বাতাস থাকায় লোকজন পানের বরজ এর ভেতরে ঢুকতে পারেনি।একে একে পুড়তে থাকে, চাঁদ আলী,আক্তার,পলাশ দাস,শমপদ দাস,গৌতম দাস, নরোত্তম, আনিসুর,আমির হোসেন, বিশ্বজিৎ দাস,শাহাজান সহ অন্য চাষীদের ১৫ বিঘা পানের বরজ। খবর পেয়ে ছুটে আসে কোটচাঁদপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট।ফায়ার সার্ভিসের গাড়িতে থাকা পানি দিয়ে শুরু করে তারা আগুন নিয়ন্ত্রণের কাজ। একপর্যায়ে পানি ফুরিয়ে গেলে মাঠে থাকা শ্যালো মেশিন স্টার্ট করে পানির ব্যবস্থা করেন স্থানীয় কৃষকরা। প্রায় এক ঘন্টা মত চেষ্টা করে ছড়িয়ে ছিটিয়ে থাকা আগুন নিয়ন্ত্রণে আনে কোটচাঁদপুর ফায়ার সার্ভিস।তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে আসেন তালসার পুলিশ ক্যাম্পের এস আই মাসুদ রানা। স্থানীয় চাষীরা বলেন এভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের আর পানের আবাদ করা সম্ভব হবে না। আমরা বিভিন্ন এনজিও এবং ব্যাংক থেকে লোন নিয়ে একটি পানের বরজ তৈরি করি। একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে আমাদের এই এলাকায়। তিনটি বরজে এখনো পর্যন্ত পান ভাঙ্গা হয়নি। সেই বরজের পানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, ঝলেসে গেছে বরজের প্রতিটি লাইন। উপজেলার জালালপর গ্রামে বইছে শোকের ছায়া, চিন্তায় ভেঙে পড়েছে পান চাষীরা। এই রিপোর্ট লেখা পজন্ত, কোটচাঁদপুর মডেল থানায় পান চাষীরা কোন অভিযোগ করেনি বলে যানা গেছে।
Posted ৬:৪১ অপরাহ্ণ | রবিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।