এনামুল হক,শেরপুরঃ | বুধবার, ২২ ডিসেম্বর ২০২১ | প্রিন্ট
শেরপুরের ঝিনাইগাতীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ইং উপলক্ষে উপজেলার ৭টি ইউনিয়নের প্রতিদ্বন্ধী প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।২১ডিসেম্বর মঙ্গলবার বিকালে স্থানীয় আহম্মদ নগর উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। ঝিনাইগাতী উপজেলার নির্বাহী অফিসার(ইউএনও) মোহাম্মদ ফারুক আল মাসুদ এর সভাপতিত্বে এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা(অ:দা:) মোহাম্মদ সাইফুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,শেরপুরের জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশীদ। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুরের পুলিশ সুপার মোঃ হাসান নাহিদ চৌধুরী,জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শানিউজ্জামান তালুকদার,ঝিনাইগাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এসএমএ শাহ ওয়ারেজ নাইম,ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান,নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোজাম্মল হক, মেম্বার প্রার্থী জয়নাল প্রমুখ। এসময় উপজেলার সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ জয়নাল আবেদীন,উপজেলা কৃষি অফিসার হুমায়ুন কবির,মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল চেয়ারম্যান,মেম্বার প্রার্থীগণ,বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। এ নির্বাচনে উপজেলার ৭টি ইউনিয়নে মোট চেয়ারম্যান প্রার্থী-৪২জন,সংরক্ষিত-১০৯জন ও সাধারণ সদস্য-২৬৩জন।৪২জন চেয়ারম্যান প্রাথীর মধ্যে ঝিনাইগাতী সদর ইউনিয়নে ৫জন,নলকুড়া ইউনিয়নে ৬জন,হাতীবন্ধা ইউনিয়নে ৫জন,কাংশা ইউনিয়নে ৮জন,ধানশাইল ইউনিয়নে ৬জন,গৌরীপুর ইউনিয়নে ৬জন এবং মালিঝিকান্দা ইউনিয়নে ৬জন।আগামী ৫ জানুয়ারী-২০২২ইং তারিখে এসব ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
Posted ১১:৪৩ পূর্বাহ্ণ | বুধবার, ২২ ডিসেম্বর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।