
রিপোর্টার মোঃ জহিরুল ইসলাম | সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট
২৯শে জানুয়ারী রোজ বুধবার ২০২৫ ইং তারিখে বিকেল ৪.০০ টায় ছায়ানট সংস্কৃতিক ভবন এর ছায়ানট হলে পরিবেশিত হয় ঝংকার ললিতকলা একাডেমির ৫৮ তম প্রতিষ্ঠা বার্ষিকির অনুষ্ঠান। অনুষ্ঠানের আয়োজন সূচিতে ছিল ঝংকার ললিতকলা একাডেমি এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান ও সংস্কৃতিক পরিবেশনা।
এই বিশেষ আয়োজনে প্রধান উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব খন্দকার নাজমুল হক। প্রধান অতিথি ছিলেন অসিত কুমার দে, শাস্ত্রীয় সংগীত শিল্পী ও শিক্ষক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালারস্ মাল্টিমিডিয়ার পরিচালক নাজমুল খান, বাংলাদেশ বেতারে আলোকচিত্র শিল্পী মোস্তাফিজুর রহমান মিন্টু। মোঃ কামরুজ্জামান প্রিন্সিপাল লালমাটিয়া গালর্স হাই স্কুল এন্ড কলেজ। ফারহানা চৌধুরী বেবী নৃত্য পরিচালক ও নৃত্য শিল্পী বাংলাদেশ ফাইন আর্টস একাডেমী। উপদেষ্টা হিসাবে ছিলেন ফেরদৌস খান আলমগীর, ঝংকার ললিতকলা একাডেমী। আলাউদ্দিন ফারুকী প্রিন্স, প্রতিষ্ঠাতা ও সিইও মজারু এডুকেশন টেকনোলজিস লিঃ। সেলিনা সাথী, সমাজসেবী সাস্কৃতিক ব্যক্তিত্ব। মেহেরুন নেছা ছবি, আবৃত্তিকর ঝংকার ললিতকলা একাডেমী ও ফাতুমা শারমিন ফারুকী, সংগীত শিল্পী ঝংকার ললিতকলা একাডেমী।
অ্যাওয়ার্ড পেয়েছেন যারা ডাঃ তাসমিয়া ইসলাম তৃষা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব। অনিক বোস, প্রতিষ্ঠাতা স্পন্দন সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা। তাবাস্সুম আহমেদ, নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক। আতিকুর রহমান উজ্জল, নৃত্য শিল্পী ও নৃত্য পরিচালক সাধারণ সম্পাদক—ভোরে পাখি নৃত্য কেন্দ্র ও শেখ নজরুল ইসলাম, উপস্থাপক ও সাংস্কৃতিক সংগঠন।
অনুষ্ঠানটির সভাপত্বিত করেন সাধারণ সম্পাদক ঝংকার ললিতকলা একাডেমির ফাতেমা বেগম। নৃত্য পরিচালনা করেন সুলতানা রাজিয়া। মুনমুন শাহা ও এনায়েত হোসেন।
অবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশু শিল্পীদের সংগীত পরিবেশনা ও বড় নৃত্য শিল্পীদের নৃত্য পরিবেশনায় দর্শকদের আনন্দে মোন কেড়ে নেয়। সার্বিক পরিচালনায় আবুল কালাম আজাদ শামীম।
Posted ৩:৩০ অপরাহ্ণ | সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।