শফিকুল ইসলাম, নাজিরপুর,পিরোজপুর। | বুধবার, ০২ জুন ২০২১ | পড়া হয়েছে 237 বার
নাজিরপুর(পিরোজপুর)প্রতিনিধিঃ
জড়াজীর্ন ভবনে গ্রাহক সংকট ও কাঙ্খিত সেবা না পাওয়ার কারনে খুঁড়িয়ে চলছে পিরোজপুরে নাজিরপুরের টেলিফোন একচেঞ্জ। অফিস সুত্রে জানা যায়,বর্তমানে উপজেলা পরিষদের বিভিন্ন অফিস সহ উপজেলায় মাত্র ৪২টি সংযোগ রয়েছে। কাঙ্খিত সেবা না পাওয়ায় প্রাথমিক ভাবে নেওয়া সংযোগ অনেকেই বিচ্ছিন্ন করেছে। এ বিষয় একচেঞ্চের সিনিয়র অপারেটর মো. ছোরাব হেসেন জানান, আমি সবে মাত্র তিন দিন হয়েছে এখানে যোগদান করেছি। আমার জানা মতে এ উপজেলায় আনুমানিক ১৫০ টি টেলিফোন সংযোগ ছিল। বর্তমানে সরকারের এ প্রতিষ্ঠানটি ক্ষতির মুখে পড়েছে। তবে ক্ষতি পুষিয়ে উঠতে লাভজনক পর্যায়ে আনতে উর্ধŸতন র্কতৃপক্ষ নানমুখী পদক্ষেপ গ্রহন করছে। উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুর রহমান জানান,গ্রাহক সংখ্যাকম হওয়ায় এবং বাজারে বিভিন্ন মোবাইল কোম্পানী আসায় প্রতিষ্ঠানটি লোকসানের কবলে পড়েছে।
বাংলাদেশ সময়: ৮:২৩ অপরাহ্ণ | বুধবার, ০২ জুন ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel