আল-মাসুদ লিটন জামালপুর : | মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১ | প্রিন্ট
দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ৩৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জামালপুর লুইস ভিলেজ রিসোর্ট এন্ড পার্ক মিলনায়তনে বার্ষিক সাধারণ সভার আয়োজন করেন জেসিসিআই। এফবিসিসিআই’র সহ-সভাপতি ও জেসিসিআই’র সভাপতি রেজাউল করিম রেজনু সিআইপির সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত থেকে বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন সিআইপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মুকলেছুর রহমান, সাবেক পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, নবনির্বাচিত মেয়র আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা প্রমুখ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেসিসিআইর সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন, সহ-সভাপতি রঞ্জন কুমার সিংহ।
বার্ষিক সাধারণ সভায় প্রস্তাবিত বাজেট পেশ করেন জেসিসিআই’র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান বাপ্পি, অডিট রিপোর্ট পেশ করেন জেসিসিআই’র পরিচালক জহুরুল হক মানিক। বার্ষিক সাধারণ সভায় উপ¯ি’ত ছিলেন জেসিসিআই’র পরিচালক হাজী নজরুল ইসলাম, পরিচালক রকিবুল করিম, শ্যামল চন্দ্র সাহা, সুবীর বসাক, রফিকুল ইসলাম লিটন, এনামুল হক খান মিলন, ফখরুজ্জামান আকন্দ, আব্দুল আহাদ স্বাধীন, ইউসুফ খান, শাহ্ নেওয়াজ ইসলাম জাহাঙ্গীর, মোর্শেদুল আলম রাজু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাবেক সিনিয়র সহ-সভাপতি ইকরামুল হক নবীন। প্রথম অধিবেশন শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে র্যাফেল ড্র’র মাধ্যমে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Posted ৬:২৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।