
ইউসুফ চৌধুরী-রাজশাহী প্রতিনিধিঃ | বৃহস্পতিবার, ০৪ নভেম্বর ২০২১ | প্রিন্ট
৩ নভেম্বর ২০২১ তারিখ সকালে জেল হত্যা দিবস উপলক্ষে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, প্রধান কার্যালয়, রাজশাহী-এর উদ্যোগে ব্যাংকের পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগর কার্যালয় সংলগ্ন স্বাধীনতা চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন ব্যাংকের উর্ধতন নির্বাহীগণসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। পরবর্তীতে কাদিরগঞ্জে অবস্থিত জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামান-এর সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং দোয়া পাঠ করা হয়। এসময় উর্ধতন নির্বাহীগণের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় মহাব্যবস্থাপক মোঃ কামিল বুরহান ফিরদৌস, মহাব্যবস্থাপক (প্রশাসন) মোঃ জয়নাল আবেদীন এবং মহাব্যবস্থাপক (নিরীক্ষা, হিসাব ও আদায়) মাকসুদা নাসরীন। কর্মসূচিতে আরও অংশগ্রহণ করেন রাকাব প্রধান কার্যালয়; বিভাগীয় কার্যালয়, রাজশাহী; বিভাগীয় নিরীক্ষা কার্যালয়, রাজশাহী; প্রশিক্ষণ ইনষ্টিটিউট; এসইসিপি, রাজশাহী; এলপিও এর কর্মকর্তা-কর্মচারীগণ; রাকাব কর্মচারী সংসদ (সিবিএ); রাকাব বঙ্গবন্ধু পরিষদ; রাকাব অফিসার্স এসোসিয়েশন এবং রাকাব অফিসার্স ফোরাম এর নেতৃবৃন্দ। একই দিনে বাদ যোহর রাকাব, প্রধান কার্যালয়ের মসজিদে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
Posted ৩:৪৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ নভেম্বর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।