• শিরোনাম

    জেলা স্বাস্থ্য বিভাগের জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন নিয়ে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন

     পাবনা প্রতিনিধি : | বৃহস্পতিবার, ০৩ জুন ২০২১ | পড়া হয়েছে 101 বার

    জেলা স্বাস্থ্য বিভাগের জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন নিয়ে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন

    apps

    জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে পাবনায় কর্মরত গণমাধ্যম কর্মীদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালার আয়োজন করে জেলা স্বাস্থ্য বিভাগ। বৃহস্পতিবার (০৩ জুন) সকাল ১১ টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে নবাগত সিভিল সার্জন ডাঃ মনিসর চৌধুরীর সভাপতিত্বে কর্মশালার কার্যক্রম শুরু হয়। দিনব্যাপী কর্মশালায় আগামী ৫ জুন থেকে ১৯ জুন দুই সপ্তাহব্যাপী জেলায় ১হাজার ৯শত ২৫ টা কেন্দ্রে একযোগে ৬ মাস থেকে ১২ মাস ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল নির্ধারিত টিকাদান কেন্দ্রে খাওয়ানো হবে। জেলায় ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুর লক্ষমাত্রা ধরা হয়েছে ৪৬ হাজার ৬শত ১৮ জন ও ১২ মাম থেকে ৫৯ মাস বয়সী শিশুর লক্ষমাত্রা ধরা হয়েছে ৩ লক্ষ ৪০ হাজার ৬শত ৪৯ জন। জেলাব্যাপী এই কার্যক্রম সফল করতে ৩ হাজার ৮শত ৯৪ জন সেচ্ছাসেবক ও ৭ শত ২৬ শত মাঠকর্মী স্বাস্থ্য বিধি মেনে এই কার্যক্রম সফল করতে কাজ করবেন। কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য দেন, জেলা সিনিয়ার তথ্য কর্মকর্তা মো. সামিউল আলম, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, সাধারন সম্পাদক সৌকত আফরোজ আসাদ, সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতিন খান, রিপোটার্স ইউনিটির সাধারন সম্পাদক কাজী মাহাবুব মোর্শেদ বাবলা, সাবেক সভাপতি রুমি খন্দকার, বাংলাদেশ টুডে প্রতিনিধি আব্দুল হামিদ খান, রাজিউর রহমান রুমি, সুশিল তরফদার, ডেইলিস্টার প্রতিনিধি আহমেদ হুমায়ুন তপু এবং ৭১ টিভি প্রতিনিধি মুস্তাফিজুর রহমান রাসেরল প্রমুখ। কর্মশালায় ভিডিও চিত্রের মাধ্যমে ক্যাম্পেইন ভিভিন্ন বিষয় তথ্য তুলে ধরেন স্বাস্থ্য বিভাগের সহকারী প্রধান পরিসংখ্যান কর্মকর্তা হংস প্রতিম সরকার। এই ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন এর কার্যক্রম সফল করতে জনসচেতনতা বৃদ্ধিসহ সকল অভিভাবকদের তাদের শিশুদের এই টিকা গ্রহনের জন্য নিকটস্থ টিকা প্রদান কেন্দ্র গুলোতে যাওয়ার জন্য অনুরোধ করেন সিভিল সার্জন। টিকা গ্রহনকারী শিশুর অভিভাবকসহ সকল স্বাস্থ্য কর্মীদের মাক্স ব্যবহার করে স্বাস্থ্য বিধি অনুসরণ করে টিকা গ্রহনের অনুরোধ জানানো হয়। জামিল হোসেন পাবনা

    বাংলাদেশ সময়: ১০:১১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ জুন ২০২১

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ