আবু নাঈম | শনিবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট
ময়মনসিংহের ফুলপুরে জেলা পরিষদের উদ্যোগে অসহায় দুঃস্থদের শীতবস্ত্র পৌর কাউন্সিলর ও ইউনিয়ন পরিষদের সদস্যদের হাতে তুলে দেওয়া সহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কম্বল বিতরণ অনুষ্ঠানটি ১৭ ফেব্রুয়ারি শনিবার সকাল ১১ টায় থানা রোড ডাক বাংলোর প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
জেলা পরিষদের সদস্য মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব।
বক্তব্যে প্রধান অতিথি বলেন, অসহায় অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্যই আমরা নির্বাচনে দাঁড়াই। তবে নির্বাচনে পাশ করে কারো চাহিদা সঠিকভাবে পূরণ করতে পারেনা। যেকোনো অনুদানের জিনিস যদি থাকে ৫০টি, তাহলে লোক থাকে ২০০ থেকে আড়াইশো। এতে পড়তে হয় চরম ভোগান্তিতে অবশেষে নিজের পকেটে টাকা দিয়ে অনেকের চাহিদা পূর্ণ করতে হয়। তবে নিজের পকেটে টাকা খরচ করে হলেও অসহায় মানুষের পাশে থাকার নামই মানবিকতা। আপনারা অসহায় মানুষের পাশে থাকবেন, মহান সৃষ্টিকর্তা আপনাদের পাশে থাকবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনিছুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকী, উপজেলা শাখার ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আনিসুর রহমান (স্বপন) প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও পৌরসভার কাউন্সিলর সদস্য বৃন্দ।
Posted ১০:৩৪ অপরাহ্ণ | শনিবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।