সাদুল্লাপুর প্রতিনিধি : | রবিবার, ১৩ নভেম্বর ২০২২ | পড়া হয়েছে 50 বার
গাইবান্ধার সাদুল্লাপুরে জেলা ডিবি পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক।
গত ১২ নভেম্বর গভীর রাতে চকসারাই গ্রামের কুমারগাড়ী বিলের পাড় থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের নিকট হতে জুয়া খেলার সামগ্রী জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, সাদুল্লাপুরের ধাপেরহাট ইউনিয়নের মোংলাপাড়া গ্রামের মৃত বয়েজ উদ্দিনের মিঠু শেখ(৪০) চকসারাই গ্রামের ইব্রাহিমের পুত্র আলমগীর আকন্দ (৪০) মৃত আফসার আলীর পুত্র মধু মিয়া(৩২)বোয়ালীদহ গ্রামের মৃত নয়েম উদ্দিনের পুত্র সাহেব মিয়া(৪২)ইব্রাহিম শেখের পুত্র আল -আমিন (৩৩) সাদিপাড়া গ্রামের মৃত মমতাজ আলীর প্রামাণিকের পুত্র শাজাহান আলী(৩৮)ছোট ছত্র গাছা গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের পুত্র মমিনুল ইসলাম (৩৫)।
আটকের বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা জেলা ডিবি পুলিশের ওসি(ইনচার্জ)মোকলেছুর রহমান সরকার। তিনি বলেন আটককৃতদের ১৩ নভেম্বর আদালতে সোপর্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ৪:৩০ অপরাহ্ণ | রবিবার, ১৩ নভেম্বর ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel