| সোমবার, ২৫ জানুয়ারি ২০২১ | প্রিন্ট
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি: ২৫ জানুয়ারি সোমবার দুপুরে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২০/২১ এর আওতায় নরসিংদীর মনোহরদী উপজেলায় মুজিববর্ষ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
নরসিংদী জেলা ক্রীড়া অফিস এর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হাসান। সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার ফারজিন আক্তার মুমু। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. আতিকুল মিলন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
খেলায় চালাকচর বহুমুখী উচ্চ বিদ্যালয় রানার আপ এবং মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। দুই দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং একজন সেরা খেলোয়াড় ঘোষণা করা হয়।
Posted ১১:০৯ অপরাহ্ণ | সোমবার, ২৫ জানুয়ারি ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।