অনলাইন ডেস্ক | শুক্রবার, ০৬ নভেম্বর ২০২০ | পড়া হয়েছে 308 বার
(মো. সাদেকউজ্জামান)
তিন নভেম্বর
বিনম্র শ্রদ্ধায় জানাই দিন ভর।
একাত্তরের উত্তাল মার্চে দিনে
কেমন করে বঙ্গবন্ধুর সঙ্গী হয়ে স্বাধীনতার দায় কাঁধে
রণতুর্য সাজে মুক্তি পাগল বাঙ্গালীকে পাঠালে যুদ্ধে।
কারা বন্ধী বঙ্গবন্ধুর অবর্তমানে তোমারই ছিলে,
বিশ্বের বুকে মাথা উঁচু করে সপথ নিলে এপ্রিলে ।
তব জন্ম হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ।
এগারো সেক্টরের বিভক্ত করেছিলে এই দেশ।
তোমাদের কৌশলে নয় মাসেই যুদ্ধ শেষ।
বিজয়ের এই বাংলাদেশ,
জাতির দুর্ভোগ 1975 এলো অবশেষ।
দেশী- বিদেশী হায়ানাদের নিয়ে,
জাতীর পিতা সপরিবার হত্যার পরে,
জাতীয় চার নেতাকে বন্ধী করে।
বিচার বিহীন জেলখানার অন্ধ ঘরে,
এ কেমন নিষ্ঠুর ঘাতক তোমাদের হত্যা করে?
ঘাতক ও তাদের দালাল ধ্বংস হোক চিরতরে,
যেন কোন দিন আলো জ্বলাতে না পারে তাদের ঘরে।
লও মোদের কোটি সালাম তোমাদের আত্মার স্মরণে,
সম্মান জানাতে সাত কোটি তাঁজা গোলাপ তোমাদের চরণে।
বাংলাদেশ সময়: ৯:০৩ অপরাহ্ণ | শুক্রবার, ০৬ নভেম্বর ২০২০
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel