জীবিত ব্যাক্তিকে মৃত দেখিয়ে ভোটার তালিকা হাল নাগাদ করায় বিপাকে পড়েছে পাঁচগাছি শান্তিরাম মডেল হাই স্কুলের সহকারী শিক্ষক বাবলু চন্দ্র বর্মন ও বজরা কঞ্চিবাড়ি আর্দশ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল লতিফ আকন্দের স্ত্রী আঞ্জুয়ারা বেগম।গত ১২ মার্চ ২০২১ইং তারিখে বাবলু চন্দ্র বর্মন জানান, গত ২২/১০/২০১৮ ইং সালে গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝার ইউনিয়নের ৫ নং ওয়ার্ড নারায়নপুর গ্রামে ভোটার তালিকা হাল নাগাদ করার সময় ভুল বসত তাকে মৃত দেখিয়ে ভোটার তালিকা থেকে নামটি কর্তন করা হয়।যাহার ভোটার এলাকা ও কোর্ড নম্বর নারায়নপুর ০২৭৪ ও জাতীয় পরিচয় পত্র নম্বর ৫৫৪২৭৩৮৯৯১। ১৪/১২/২০২০ ইং তারিখে ভোটার তালিকায় নাম পূর্ণ বহাল চেয়ে বাবলু চন্দ্র বর্মন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করেন।