
নিজস্ব প্রতিবেদক: | রবিবার, ১২ নভেম্বর ২০২৩ | প্রিন্ট
জনাব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান জীবন বীমা কর্পোরেশনের নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহন করেছেন। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ হতে গত ০৮ নভেম্বর ২০২৩ তারিখে জারীকৃত আদেশের প্রেক্ষিতে জনাব মিজানুল হক চৌধুরীকে অবমুক্ত করে জনাব হাফিজুল্লাহ খানকে দায়িত্ব প্রদান করা হয়। উল্লেখ্য যে, নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক ইতোপূর্বে গত ০৯ অক্টোবর তারিখে অত্র কর্পোরেশনে মহাব্যবস্থাপক হিসেবে যোগদান করেন। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের একজন চৌকষ কর্মকর্তা। এ কর্পোরেশনে যোগদানের পূর্বে তিনি প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেন। কর্পোরেশনে যোগদান করেই অতি অল্প সময়ের মধ্যে তিনি তার মেধা, দক্ষতা ও চমৎকার আচরণশৈলীর মধ্য দিয়ে কর্পোরেশনের সকল কর্মকর্তা কর্মচারীদের নিকট অতি প্রিয়ভাজন হয়ে ওঠেন।
Posted ২:৫৪ অপরাহ্ণ | রবিবার, ১২ নভেম্বর ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।