নজরুল ইসলাম, কাশিমপুর | রবিবার, ১২ অক্টোবর ২০২৫ | প্রিন্ট
গাজীপুরের কাশিমপুর ও আশুলিয়া থানাধীন জিরানি বাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
রবিবার (১২ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১টা ৫ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় ১ ঘণ্টা ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাত ২টা ৪৯ মিনিটের দিকে অগ্নিনির্বাপণ কাজ সম্পন্ন হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে আশুলিয়া ইপিজেড ফায়ার সার্ভিস স্টেশনের তিনটি ও কাশিমপুর সারাবো ফায়ার সার্ভিস স্টেশনের দুটি এই মোট পাঁচটি ইউনিট অংশ নেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে ছিল একটি টিনের দোকান, একটি বিশাল লাইব্রেরি, পাঁচটি মুদির দোকান ও দুটি কাঁচাবাজারের দোকান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
দোকান মালিকরা জানান, গভীর রাতে হঠাৎ করে ধোঁয়া ও আগুন দেখতে পেয়ে স্থানীয়রা চিৎকার শুরু করেন। পরে সবাই মিলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও মুহূর্তের মধ্যেই আগুন আশপাশে ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, আগুনের সূত্রপাতের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে বিস্তারিত কারণ জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
Posted ১:৩৫ অপরাহ্ণ | রবিবার, ১২ অক্টোবর ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।