শনিবার ৮ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

>>

জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ

নবকণ্ঠ ডেস্ক   |   মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট

জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ

আজ মঙ্গলবার বিকেলে জিয়াউর রহমান ফাউন্ডেশন, ঢাকা মহানগর উত্তর এর উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসুচি বাস্তবায়িত হয়।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ঢাকা মহানগর উত্তরের কোঅর্ডিনেটর কৃষিবিদ কেএম সানোয়ার আলমের সঞ্চালনায় কৃষিবিদ ড. মো: আকিকুল ইসলাম আকিক কর্তৃক পবিত্র কোরআন থেকে তেলওয়াতের মাধ্যমে জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক প্রফেসর ড. ফরহাদ হালিম ডোনার এর সভাপতিত্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনদর্শনের উপর এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। এছাড়াও উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আব্দুল লতিফ; এ্যাবের কেন্দ্রীয় আহবায়ক কৃষিবিদ রাশিদুল হাসান হারুন; বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির গবেষণা সম্পাদক, জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক, কৃষিবিদ ইন্সটিটিউটশন ও এ্যাবের সাবেক নির্বাচিত সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম; জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক কৃষিবিদ ড. খন্দকার মাহফুজুল হক বাচ্চু; জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক কৃষিবিদ শফিউল আলম দিদার; মনিটর (কৃষিবিদ) জিয়াউর রহমান ফাউন্ডেশন, ঢাকা মহানগর উত্তর, কৃষিবিদ ডা. সফিউল আহাদ সরদার স্বপন; এ্যাব, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি প্রফেসর ড. রুহুল আমিন; শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সাদা দলের সভাপতি প্রফেসর ড. এফ এম আমিনুজ্জামান রিপন; শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আহমাদুল কবির তাপস; শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক বি এম আলমগীর কবির প্রমুখ।
আলোচনা সভা শেষে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় চত্বরে শতাধিক নিম গাছের চারা রোপন করা হয় এবং বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের পরিবারের কাছে নিম গাছের চারা বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের বিভিন্ন বিভাগের মনিটর, কোঅর্ডিনেটরবৃন্দ; শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষকবৃন্দ; কর্মকর্তা-কর্মচারীবৃন্দ; এ্যাবের কেন্দ্রীয় এবং বিভিন্ন চ্যাপ্টারের নেতৃবৃন্দ; কৃষির বিভিন্ন সেক্টরের কর্মকর্তাবৃন্দ এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ১১:০৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আজ বিজয়া দশমী
(1001 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins