
আল মাসুদ লিটন জামালপুর জেলা প্রতিনিধি:- | বুধবার, ২২ ডিসেম্বর ২০২১ | পড়া হয়েছে 95 বার
জামালপুর সিংহজানী বহুমূখী উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান মেলা,সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান
জামালপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে জামালপুর শহরের ঐতিহ্যবাহী সিংহজানী বহুমূখী উচ্চ বিদ্যালয়ে ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে বিজ্ঞান মেলা, সমাপনী ও পুরস্কার বিতরণ সোমবার ২০ ডিসেম্বর বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আখতারুজ্জামান বেলাল। সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ছানোয়ার হোসেন, সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ সফিকুল হায়দার। সার্বিক দায়িত্বে ছিলেন সিংহজানী বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সফিউর রহমান শফি, সহকারী প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম, সেলিম হাসান। উপস্থাপনায় ছিলেন সহকারী শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম।
বাংলাদেশ সময়: ২:০০ অপরাহ্ণ | বুধবার, ২২ ডিসেম্বর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel