জামালপুর সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জামালপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন। জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মাদ আবুল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন সিআইপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান, জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উত্তম কুমার সরকার, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তার হোসেন বেলাল, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন লিটা, সদর উপজেলা কৃষি কর্মকর্তা সাখাওয়াত ইমরান, উপজেলা নির্বাহী প্রকৌশলী মোঃ রমজান আলী, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালেকুজ্জামান প্রদীপসহ সদর উপজেলার অন্তর্গত ১৫টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।