জামালপুর সদর উপজেলার ১৫টি ইউনিয়নে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ মোজাফ্ফর হোসেন । সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেনের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান বেলাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুর রহমান প্রমুখ। চলমান করোনা সংক্রমন রোধে এসময় সদরের প্রত্যেক ইউনিয়নের জন্য ১৫ শত মাস্ক, ৫০টি হ্যান্ড স্যানিটাইজার, ১ টি করে তাপমাত্রা পরিমাপ করার যন্ত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং তাদের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়।