
আল মাসুদ লিটন জেলা প্রতিনিধি জামালপুর: | মঙ্গলবার, ৩১ আগস্ট ২০২১ | পড়া হয়েছে 98 বার
জামালপুর সদরে ৯ নং রানাগাছা ইউনিয়নের বানারেরপাড়–গোড়ারকান্দা–লাহাড়ীকান্দা কাঁচা সড়ক এমন পর্যায়ে গিয়ে ঠেকেছে যে,মানুষ পায়ে হেটে চলাচল করতে গিয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন।যানবাহন চলাচল করতে গিয়ে কি অবস্থার সৃষ্টি হচ্ছে তাতো ছবিতেই দেখা যাচ্ছে। এলাকার লোকজন জানান,দেশ স্বাধীন হবার আগে থেকে লোকজন এই রাস্তা ব্যবহার করে আসছে প্রতিদিন এই রাস্তায় ১০-১২ টি গ্রামের কমপক্ষে ১০-১২ হাজার মানুষ চলাচল করে। সেই সাথে ইজিবাইক, সিএজি চালিত, অটোরিকশা, ট্রাক, ব্যান, মটরসাইকেল, ফাইটার, পিকআপ ইত্যাদি চলাচল করে মাঝে মধ্যে বিয়ের সাদির জন্য বাসও চলে। শুল্ক মৌসুমে এ রাস্তায় হাটু পরিমান ধুলো সৃষ্টি হয়।বর্ষা মৌসুমে কর্দমাক্ত হয়ে পড়ে। গোড়ারকান্দা গ্রামের মুন্না জানান আমরা এলাকার লোকজন এই রাস্তা ব্যবহার করি। বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী ব্যবহার করে। কিন্তু উভয় মৌসুমে রাস্তায় চলাচল করা খুবুই কষ্ট কর হয়ে দাঁড়ায়। আমরা রাস্তাটি পাকা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। জামালপুর সদর আসনের মাননীয় এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আরো দৃষ্ট আকর্ষণ করছি মাননীয় উপজেলা চেয়ারম্যান মহোদয়ের নিকট। যাতে তারা রাস্তাটি খুব দ্রুত সময়ে মধ্যে পাকা করে জন্য আবেদন এলাকাবাসীর।।
বাংলাদেশ সময়: ১০:০৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩১ আগস্ট ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel