জামালপুর সদরে এসএসসি পরীক্ষার্থীসহ দুই নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে জামালপুর সদর থানা পুলিশ। সোমবার সকালে আলাদা দুটি স্থান থেকে এ লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের রামপুর নয়াপাড়া এলাকার মৃত আব্দুর রহিমের স্ত্রী মোমেনা বেগম (৭০) বাড়ীর পার্শ্বে একটি আম গাছে তার মরদেহ এলাকাবাসী দেখতে পায়। পরে পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
অপরদিকে সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের চর মল্লিকপুর গ্রামের মফিজুল ইসলাম দুলুর মেয়ে এসএসসি পরীক্ষার্থী মুক্তি (১৬) কে স্থানীয় একটি মাদ্রাসার ধরনা থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
জামালপুর সদর থানার ওসি রেজাউল ইসলাম খান জানান, সদরের শরিফপুর ও মেষ্টা ইউনিয়ন থেকে ২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় পৃথক দুটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।