জামালপুর বঙ্গবন্ধু আইডিয়াল স্কুল এন্ড কলেজ মাঠে; পবিত্র মাহে রমজান ও চলমান লকডাউনে করোনাভাইরাস মহামারির বিস্তার নিয়ন্ত্রণে জামালপুরে কর্মহীন ও নিম্ম আয়ের হয়ে পড়া মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বিশেষ করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দেশের সকল দুর্যোগ ও দুঃসময়ে দেশ ও মানুষের পাশে দাঁড়ায়।
ক্ষতিগ্রস্ত পৌর এলাকার অসহায়, কর্মহীন ও নিম্ন আয়ের ৪শ পরিবারের মাঝে বিতরণ করা হয়।
মঙ্গলবার (১১মে ) দুপুরে জামালপুর বঙ্গবন্ধু আইডিয়াল স্কুল এন্ড কলেজ মাঠে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং রেড ক্রিসেন্ট সোসাইটি জামালপুর ইউনিটের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী।
এ সময় উপস্হীত ছিলেন, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি ইউনিটের ভাইস চেয়ারম্যান মোঃ আশরাফ হোসেন তরফদার, সেক্রেটারী আলহাজ্ব মোঃ মাসুম রেজা রহিম ও যুব প্রধান সাদ্দাম হোসেন প্রমূখ।