• শিরোনাম

    জামালপুর মেলান্দহ উপজেলায় পুলিশ প্রশাসনের মাস্কও লিফলেট বিতরণ

    আল মাসুদ লিটন রবিবার, ১৮ জুলাই ২০২১

    জামালপুর মেলান্দহ উপজেলায় পুলিশ প্রশাসনের মাস্কও লিফলেট বিতরণ

    apps

    করোনামুক্ত বাংলাদেশ”এই প্রতিপাদ্যের আলোকে করোনা ভাইরাসের দ্বতীয় ধাপ মোকাবেলায় দেশব্যাপী পুলিশের বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে ১৭জুলাই (সনিবার) দুপুর ১২ টায় জামালপুর মেলান্দহে উপজেলায়; জেলা পুলিশ সুপার নাছির উদ্দীন আহম্মেদের নির্দেশনায় মেলান্দহ থানা অফিস্যার ইনচার্জ ময়নুল ইসলাম সহ সকল পুলিশ সদস্যর আয়োজনে – মেলান্দহ বাজার, নয়ানগর, ডেফলা ব্রিজ শ্যামপুর বাজার, টনকী বাজার সহ বিভিন্ন এলাকায়, করোনা ভাইরাসের সংক্রমণ দ্বিতীয় ধাপ মোকাবেলা, বিস্তার রোধকল্পে পথসভা, জনসচেতনতা, লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়। বিতরণি অনুষ্ঠানে-মেলান্দহ থানার অফিস্যার ইনচার্জ ময়নুল ইসলাম বলেন -প্রাণগাতি মরণ ব্যাধি করোনা ভাইরাস থেকে বাচতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ পুলিশ।

    বাংলাদেশ সময়: ১২:১১ অপরাহ্ণ | রবিবার, ১৮ জুলাই ২০২১

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ