আল মাসুদ লিটন | রবিবার, ১৮ জুলাই ২০২১ | প্রিন্ট
করোনামুক্ত বাংলাদেশ”এই প্রতিপাদ্যের আলোকে করোনা ভাইরাসের দ্বতীয় ধাপ মোকাবেলায় দেশব্যাপী পুলিশের বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে ১৭জুলাই (সনিবার) দুপুর ১২ টায় জামালপুর মেলান্দহে উপজেলায়; জেলা পুলিশ সুপার নাছির উদ্দীন আহম্মেদের নির্দেশনায় মেলান্দহ থানা অফিস্যার ইনচার্জ ময়নুল ইসলাম সহ সকল পুলিশ সদস্যর আয়োজনে – মেলান্দহ বাজার, নয়ানগর, ডেফলা ব্রিজ শ্যামপুর বাজার, টনকী বাজার সহ বিভিন্ন এলাকায়, করোনা ভাইরাসের সংক্রমণ দ্বিতীয় ধাপ মোকাবেলা, বিস্তার রোধকল্পে পথসভা, জনসচেতনতা, লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়। বিতরণি অনুষ্ঠানে-মেলান্দহ থানার অফিস্যার ইনচার্জ ময়নুল ইসলাম বলেন -প্রাণগাতি মরণ ব্যাধি করোনা ভাইরাস থেকে বাচতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ পুলিশ।
Posted ১২:১১ অপরাহ্ণ | রবিবার, ১৮ জুলাই ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।