মোঃ আল মাসুদ লিটন, জামালপুর প্রতিনিধি | রবিবার, ১৪ মার্চ ২০২১ | পড়া হয়েছে 420 বার
জামালপুর মিডিয়া প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে জামালপুরের নবাগত পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। রবিবার দুপুরে জামালপুর পুলিশ সুপার কার্যালয়ে উপস্থিত হয়ে পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ’র হাতে নবগঠিত কমিটির কাগজপত্র তুলেদেন জামালপুর মিডিয়া প্রেসক্লাব কর্তৃপক্ষ। এসময় উপস্থিত ছিলেন জামালপুর মিডিয়া প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলমগীর, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সহ-সভাপতি এমএ কাশেম, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মন্ডল, যুগ্ম-সাধারণ সম্পাদক আ.ন.ম লুৎফর রহমান নয়ন, যুগ্ম-সাধারণ সম্পাদক রবিউল হাসান লায়ন, সাংগঠনিক সম্পাদক উসমান গনি স্বাধিন, কার্যনির্বাহী সদস্য আল-মাসুদ লিটন, কার্যনির্বাহী সদস্য আব্দুল হামিদ প্রমুখ।
শুভেচ্ছা বিনিময় কালে পুলিশ সুপার জামালপুর মিডিয়া প্রেসক্লাবের সকল কর্মকর্তাদের সার্বিক সহযোগীতার আশ্বাস প্রদান করেন। এছাড়াও পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ জামালপুরে যোগদান করার পর থেকেই জেলার আইনশৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন। এ জেলায় যোগদানের পর অল্পসময়ে জামালপুরের মানুষ পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদকে আপন করে নিয়েছেন। যোগদানের পর থেকেই জামালপুর জেলার সামাজিক-সাংস্কৃতিক, রাজনৈতিক, সাংবাদিক, প্রশাসনিক বিভিন্ন মহল থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। জেলার দায়িত্ব গ্রহণের পর থেকেই এ অঞ্চলে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, জুয়া, বাল্যবিয়েসহ আইনশৃঙ্খলায় ব্যপক উন্নতিসাধন হয়েছে। পুলিশ প্রশাসনের বিভিন্ন বিভাগেও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে চাঞ্চল্যকর পরিবেশ লক্ষ্য করা গেছে।#####
বাংলাদেশ সময়: ৪:৪৮ অপরাহ্ণ | রবিবার, ১৪ মার্চ ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel