আল মাসুদ লিটন, জামালপুর | রবিবার, ০৬ জুন ২০২১ | পড়া হয়েছে 217 বার
জামালপুর বিআরটিএ’র সম্প্রসারিত কক্ষ- সংস্কার কাজের উদ্বোধন
বিআরটিএ জামালপুর সার্কেলের সম্প্রসারিত কক্ষ ও সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে জামালপুর জেলা প্রশাসক কার্যালয়ের বিআরটিএ জামালপুর সার্কেল সম্প্রসারিত অফিস কক্ষ ও সংস্কার কাজের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেন কর্তৃপক্ষ। জামালপুরের জেলা প্রশাসক মোর্শেদা জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্প্রসারিত কক্ষ ও সংস্কার কাজের উদ্বোধন করেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোকলেছুর রহমান, স্থানীয় সরকারের উপ-পরিচালক কবির উদ্দিন আহম্মেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাছরীন পারভিন, বিআরটিএ জামালপুর সার্কেলের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন, মোটরযান পরিদর্শক নজরুল ইসলাম, মেকানিক্যাল এসিস্ট্যান্ট লিটন কুমার, উচ্চমান সহকারী তাজমুল ইসলাম, সিলকন্ডাক্টর আব্দুল মোমিন উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ৪:৩৯ অপরাহ্ণ | রবিবার, ০৬ জুন ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel