আল মাসুদ লিটন জেলা প্রতিনিধি জামালপুর :- | শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১ | প্রিন্ট
বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর পৌর শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ ১১সেপ্টেম্বর সকালে শহরের ফৌজদারি মোড় এলাকায় সম্মেলন উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করেন পৌর আওয়ামী লীগ। পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মাসুম রেজা রহিমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনি এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মির্জা আজম এমপি, শফিউল ইসলাম নাদেল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসিম কুমার উকিল এমপি, সদস্য মারুফা আক্তার পপি, সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করি. সহ জামালপুর জেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ, উপজেলা আওয়ামীলীগ, জেলা যুবলীগ,ছাত্রলীগ সহ সকল অঙ্গ সংগঠনের নেতীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে হাজারো মানুষের ডল ছিলেন আজকের জামালপুর পৌর শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে। পরে সভাপতি ও সাধারণ সম্পাদকে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
Posted ৭:৪৪ অপরাহ্ণ | শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।