শনিবার ৮ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

>>

জামালপুর পৌরসভার প্রায় ২৮৪ কোটি টাকার বাজেট ঘোষণা

আল মাসুদ লিটন  জামালপুর   |   বৃহস্পতিবার, ০১ জুলাই ২০২১   |   প্রিন্ট

জামালপুর পৌরসভার প্রায় ২৮৪ কোটি টাকার বাজেট ঘোষণা
জামালপুর পৌরসভার ২০২১-২২ অর্থ বছরের ২৮৩ কোটি ৭১ লাখ ৭২ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছেন পৌরসভার মেয়র আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু। বুধবার সকালে পৌরসভা মিলনায়তনে পৌর বাজেট ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেন কর্তৃপক্ষ। পৌর মেয়রের সভাপতিত্বে বাজেট ঘোষণা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার সচিব হাফিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী সুব্রত তরফদার, প্যানেল মেয়র ফজলুল হক আকন্দ, মহিলা কাউন্সিলর ডাঃ সাঈদা আক্তার, কাউন্সিলর শরিফুল ইসলাম শিমুল, বিজু আহাম্মেদ, রাজিব সিংহ সাহা, আলী আজাদ মুল্লা, একরামুল হক জীবন, শাহিনুর রহমান শাহিন, হিসাব রক্ষক আসাদুজ্জামান আসাদসহ ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পৌর মেয়র আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু জানান, ২০২১-২০২২ অর্থ বছরে রাজস্ব (সাধারণ শাখা) মোট আয় ২০ কোটি ৯৪ লাখ ২৯ হাজার ১৪৯ টাকা, রাজস্ব (পানি সরবরাহ শাখা) ৪৪ লাখ ৩৭ হাজার ৫৬৪ টাকা, উন্নয়ন সহায়তা তহবিল (এডিপি) ১০ কোটি ৪৫ লাখ ১৭ হাজার টাকা, মূলধন ২০ কোটি ২৭ লাখ ৭৩ হাজার ১৪৫ টাকা, গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প ৩ কোটি ৬২ লাখ ৮ হাজার ৬০৩ টাকা, জামালপুর জেলার ৮ শহর উন্নয়ন প্রকল্প ১১০ কোটি ৭১ লাখ ৬৫ হাজার টাকা, নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প (কুয়েত) ৩৭ কোটি ২৬ লাখ ৩১ হাজার ৯৩৬ টাকা, চতুর্থ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প ৮০ কোটি ২৫ হাজার টাকা। সর্বমোট ২৮৩ কোটি ৭১ লাখ ৭২ হাজার ৯৮ টাকা।
উল্লেখিত একই খাতে মোট ব্যায় ধরা হয়েছে ২৭৩ কোটি ৬৮ লাখ ৬৬ হাজার ৪৭১ টাকা। রাজস্ব আয়ের খাতগুলো মধ্যে পৌরকর, ট্রেড লাইসেন্স, দোকান ভাড়া, হাট-বাজার ইজারা, নির্মান ফি, স্থাবর সম্পত্তি হস্তান্তর ফি, বাসষ্ট্যান্ড ইজারা ফি ইত্যাদি প্রধানতম খাত। স্থানীয় সরকার বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ৫ বছর পরপর নতুন ভাবে কর আরোপ করার নির্দেশনা থাকলেও পৌরবাসির সার্বিক দিক বিবেচনা করে পৌর কর্তৃপক্ষ প্রস্তাবিত বাজেটে পৌরকর বৃদ্ধি না করেই ২০২১-২০২২ অর্থ বছরে বাজেট প্রণয়ন করেন। এছাড়াও পৌর এলাকায় বসবাসরত সকল নাগরীকের স্বাস্থ্য সেবার কাজে ব্যবহৃত (হ্যালো মেয়র) নামে একটি এ্যাম্বুলেন্স সার্ভিস চালু ও বীর মুক্তিযোদ্ধাদের জন্য পৌরকর না নেওয়ার সিদ্ধান্ত এবং পৌরসভা উন্নয়নে অন্যান্য সকল কার্যক্রম অব্যাহত থাকার কথাও উল্লেখ করেন পৌর মেয়র আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু।
Facebook Comments Box

Posted ৩:৩০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০১ জুলাই ২০২১

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins