আল মাসুদ লিটন জামালপুর জেলা প্রতিনিধি:- | সোমবার, ২৮ ফেব্রুয়ারি ২০২২ | প্রিন্ট
রবিবার সকালে,জামালপুরে জেলা প্রশাসক কর্তৃক আয়োজিত রাজস্ব সভা ভার্চুয়ালি জাতীয় পরিসংখ্যান দিবস অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জামালপুর জেলা প্রশাসক মোর্শেদ জামান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিলরুবা ইয়াসমিন উপ-সচিব, স্থানীয় সরকার বিভাগ জামালপুর। জামালপুর সদর উপজেলা নির্বাহি অফিসার, জনাব লিটুস লরেন্স চিরান, সহ জামালপুরের সাতটি উপজেলার নির্বাহী অফিসারগণ। জামালপুর জেলা প্রশাসক কার্যালয়ের সকল কর্মকর্তা বৃন্দ। মোঃ শাহজাহান আলী জেলা পরিসংখ্যান উপ-পরিচালক। জেলা পরিসংখ্যান অফিস এর কর্মকর্তাবৃন্দ। প্রশাসনিক তথ্যাবলী, জেলার প্রতিষ্ঠাকাল ১৯৭৮ খ্রিস্টাব্দ । উপজেলা সংখ্যা ৭ টি। ইউনিয়ন সংখ্যা ৬৮টি । মৌজা সংখ্যা ৮৪০ টি । গ্রাম সংখ্যা১৪৩৬টি। পৌরসভার সংখ্যা ৭টি তথ্যাবলী। পৌরসভার ওয়ার্ড সংখ্যা জেলায় ৬৬টি। পৌরসভায় মহল্লার সংখ্যা জেলায় ২৬৯টি। জনতত্ত্ব সংক্রান্ত বৈশিষ্ট্যাবলী। সর্বমোট জনসংখ্যা ২২,২৯,৬৭৪ জন। পুরুষ ১১,২৮,৭২৪ জন। মহিলা ১১,৬৩,৯৫০ জন। দারিদ্রতার হার (জামালপুর) ২৫.৫ জামালপুরে থানা প্রতি মাসিক ন্যুনতম ব্যয় ৯৩৭৪ টাকা। ও প্রতি থানা ভোগ ৯২২৭ টাকা। রাজস্ব সম্পত্তির তথ্যাবলী, উপজেলা ভূমি অফিসের সংখ্যা ৭টি। ইউনিয়ন ভূমি অফিসের সংখ্যা ৬৭টি। পৌরসভা ভূমি অফিসের সংখ্যা ০১ টি। হাট বাজারের সংখ্যা ১৪৬ টি। উল্লেখযোগ্য হাট-বাজারগুলো, নান্দিনা, মেলান্দহ, সানন্দবাড়ী, আরামনগর, গূঠাইল, হাজিপুর। দর্শনীয় স্থান সম্পর্কিত তথ্যাবলী , জাতীয় পর্যায়ে উন্নয়ন, স্বাস্থ্য সম্পর্কিত তথ্যাবলী সহ অন্যান্য বিষয় গুলো নিয়েও পরিসংখ্যান দিবসে ভার্চুয়ালি আলোচনা করেন। জামালপুরে পরিসংখ্যান দিবস টি উৎসবমুখর পরিবেশে পালিত হয়।
Posted ১১:৫৪ পূর্বাহ্ণ | সোমবার, ২৮ ফেব্রুয়ারি ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।