আল মাসুদ লিটন জামালপুর: | বুধবার, ৩০ জুন ২০২১ | প্রিন্ট
বিশ্বমহামারী করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ও চলমান লকডাউনের কারণে হতদরিদ্র মানুষের জীবন বাঁচাতে জামালপুর জেলা পরিষদ কর্তৃক ২ হাজার ৬শত হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার দুপুুরে জামালপুর জেলা পরিষদ প্রাঙ্গনে হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের আয়োজন করেন জেলা পরিষদ। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য নূর মোঃ আনোয়ারুল করিম নাঈম, জেলা আওয়ামী লীগের সদস্য আজিজুর রহমান ডল, সাংবাদিক এম এ জলিল, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আবুতাহা সিদ্দিকী, জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান মজনু মন্ডল, আব্দুর রাজ্জাক মন্ডল, মোঃ আবু তাহের, আফরুজী আজাদ তানিয়া, সাহিদা খাতুন, মরিয়ম বেগম শিল্পী প্রমুখ। জন প্রতি ১০কেজি চাউল, ১ কেজি ডাল, ১ কেজি তেল খাদ্যসামগ্রী হিসেবে দরিদ্রদের মাঝে তুলে দেওয়া হয়। এছাড়াও গত ১৮ মে তারিখে জামালপুর পৌরসভাসহ সারা জেলার বিভিন্ন ইউনিয়নের স্কুল, কলেজ, মাদ্রাসা ও মসজিদে ৪ হাজার ১৬টি প্যাকেট বিতরণ করা হয়। প্রতি প্যাকেটে ২৫টি মাস্ক, ৩টি হ্যান্ড স্যানিটাইজার ও ২টি সাবান দেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ।
Posted ৬:০৬ অপরাহ্ণ | বুধবার, ৩০ জুন ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।