নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৮ জানুয়ারি ২০২৩ | পড়া হয়েছে 41 বার
লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল পৃথিবীর মধ্যে অন্যতম সেবাদানকারী সংগঠন হিসেবে বিশ্বজুড়ে সমাদৃত। জানুয়ারি ৭, ২০২৩ ইং তারিখ শনিবার সকালে জামালপুর জেলায় বন্যাকবলিত অসহায় ৫০০ পরিবারের প্রায় তিন হাজার সদস্যদের মাঝে লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের ইমারজেন্সি গ্রান্ট (EMR21781/315A3), জেলা ৩১৫এ৩ এর পক্ষ থেকে ত্রান সামগ্রী বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫এ৩ এর সম্মানিত জেলা গভর্নর লায়ন এমএমএ বাশার পিএমজেএফ, ডিস্ট্রিক্ট জিএলটি কো-অর্ডিনেটর লায়ন শেখ মাফুজুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান, জামালপুর এর মেয়রসহ ২০ জন লায়ন সদস্য ও বিশিষ্ট অথিতিবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় সাইক্লোন সিত্রাং এ ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের প্রায় তিন হাজার সদস্য দের মাঝে খাদ্য সামগ্রীসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী বিতরন করা হয়।
বাংলাদেশ সময়: ৮:৪২ অপরাহ্ণ | রবিবার, ০৮ জানুয়ারি ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel