আল মাসুদ লিটন জামালপুর জেলা প্রতিনিধি:- | রবিবার, ১৪ নভেম্বর ২০২১ | প্রিন্ট
সরিষাবাড়ী উপজেলার শিমলা বাজার ইস্পাহানী আবাসিক এলাকায় এক হাজার মিটার আরসিসি ড্রেন নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার সকালে সরিষাবাড়ী থানা সংলগ্ন ইস্পাহানী আবাসিক এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আরসিসি ড্রেন নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ ডাঃ মোঃ মুরাদ হাসান এমপি। এসময় সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা, সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রকিবুল হক, সরিষাবাড়ী পৌরসভার মেয়র মনির উদ্দিন, জেলা সিনিয়র তথ্য অফিসার শহীদুল্লাহ, সহকারী কমিশনার (ভুমি) ফাইযুল ওয়াসিমা নাহাত, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা এম এ লতিফ, কাউন্সিলর সাখাওয়াত হোসেন মুকুলসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সরিষাবাড়ী পৌরসভার পৌর মেয়রের নবনির্মিত কার্যালয়ের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। এসময় সরিষাবাড়ী কলেজের অধ্যক্ষ সরোয়ার জাহান, প্যানেল মেয়র আব্দুল হক তরফদারসহ পৌরসভার অন্যান্য কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন। এ ছাড়াও দুপুরে দৌলতপুর নিজ বাড়ীতে প্রতিমন্ত্রীর মরহুম পিতা এডভোকেট মতিয়র রহমান তালুকদার’র কবর জিয়ারত ও উপজেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান’র পিতার কবর জিয়ারত করেন। বিকেলে দৌলতপুর নিজ বাসভবন মিলনায়তনে আসন্ন আওয়ান ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের বিজয় করার লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী। এসময় স্থানীয় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Posted ১২:৩১ অপরাহ্ণ | রবিবার, ১৪ নভেম্বর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।