জামালপুর সদর উপজেলা ইটাইল ইউনিয়নের শৈলেরকান্দা বেপারি পাড়ায় সনিবার সকালে আগুন লেগে পুড়ে যায় আঠারোটি ঘর সহ অনেক কিছু।এতে ক্ষতি হয় প্রায় বারো লক্ষ টাকার মত সম্পদ। ক্ষতিগ্রস্ত হয় বারোটি পরিবার।
ক্ষতিগ্রস্ত পরিবার দেরকে জামালপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশ কেজি করে চাউল ও নগদ পাঁচ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লেরন্স চিরান।
এ সময় সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইটাইল ইউনিয়নে চেয়ারম্যান এডভোকেট হাফিজুর রহমান স্বপন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুর রহমান সহ স্থানিয়রা উপস্থিত ছিলেন।
এ দিকে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারকে জামালপুর সদর আসনের এম পি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো : মোজাফ্ফর হোসেন সহযোগিতার আশ্বাস দিয়েছেন।।