আল মাসুদ লিটন জামালপুর জেলা প্রতিনিধি: | মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট
জামালপুরে ৬ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে ডিবি পুলিশ।
জামালপুর পৌর শহরের ভোকেশনাল মোড় এলাকায় অভিযান চালিয়ে ৬(ছয়) কেজি গাঁজাসহ মোঃ বিজয় আহমদ (২২) ও মোঃ সনেট বেপারী (২৫) নামে দুই মাদক ব্যবসায়ী কে আটক করেছে জামালপুর ডিবি পুলিশ।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) ভোর ৬টায় পৌর শহরের ভোকেশনাল মোড় এলাকা থেকে তাদের কে আটক করা হয়। এসময় স্হানীয় সূত্রে জানা যায় যে রানিগঞ্জ বাজারের মাদক কারবারী কবিতার কাছে নাকি এই মাদকদ্রব্য সরবরাহ করার কথা ছিল।কিন্তু বাজারে না পৌঁছতেই গোয়েন্দা পুলিশের হাতে আটক হন।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ মুশফিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পাড়ি দুই মাদক ব্যাবসায়ী কয়েক কেজি গাঁজাসহ ভোকেশনাল মোড় সিএনজি স্ট্যান্ডে অবস্থান করছে। পরে সেখানে অভিযান চালিয়ে ৬(ছয়) কেজি গাঁজাসহ বিজয় আহমদ ও মোঃ সনেট বেপারী নামে দুইজন”কে আটক করা হয়।
উক্ত ঘটনায় এসআই মোঃ আসাদুজ্জামান বাদী হয়ে জামালপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(১) এর সারণি ১৯(খ)/৪১ ধারায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
Posted ১০:৩০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।