মহামারী করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে চলমান লকডাউনে কর্মহীন হয়ে পড়া জামালপুরের ৫০০ জন কর্মহীন দোকান শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে জামালপুর আব্দুল হাকীম স্টেডিয়ামে স্বাস্থ্যবিধি মেনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণের আয়োজন করেন জামালপুর জেলা প্রশাসন। জামালপুরের জেলা প্রশাসক মোর্শেদা জামান ও পৌরসভার মেয়র আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু উপস্থিত থেকে দোকান শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোখলেছুর রহমান, দোকান মালিক সমিতির সভাপতিসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। জন প্রতি ১০ কেজি চাউল, নগদ ২০০ টাকা করে মোট ৫০০ জন দোকান শ্রমিকদের দেওয়া হয়।